রাজধানীর ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৪০০ নার্সের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতেই ধানমণ্ডি থানা পুলিশ বাদি হয়ে এ মামলাটি দায়ের করা হয় বলে জানান থানার পরিদর্শক তদন্ত মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪০০ নার্স সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সঙ্গে নার্সদের সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেইনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে যাওয়ার সময় আন্দোলনরত বেকার নার্সদের ওপর আচমকা লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব