প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদারকে দুই বছরের জন্য ইতালির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সোবহান সিকদারকে চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
এর আগে, গত ৩০ মে সোবহান সিকদারকে ইতালির রাষ্ট্রদূত নিয়োগের জন্য মনোনয়ন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকা অবস্থায় সোবহান সিকদার ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সোবহান সিকদার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্সের পর যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে ডিপ্লোমা করেন তিনি।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৬/মাহবুব