সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় ও যানজট নিরসনে ঈদের তিনদিন আগে ও তিনদিন পর মহাসড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনার একটি রেস্তোরাঁয় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে এ সিদ্ধান্ত জানান।
নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল বস্তু, গামেন্ট সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া, জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে জানান মন্ত্রী। এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০২ জুন, ২০১৬/ আফরোজ