ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজে নিম্নমানের রড, ইট, বালু, সিমেন্ট ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা বেগম অভিযান চালিয়ে কাজ বন্ধ করার মৌখিক নির্দেশ দেন।
এর আগে নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহীনূর রহমান সরেজমিনে পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পান।
আদালতের নাজির আরিফুর রহমান জানান, ইতোমধ্যে ১০তলা ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়েছে এবং বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন, ২০১৬/ আফরোজ