সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল ৪টায় সফরসঙ্গীদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন তিনি।
সৌদি আরব সময় রাত ৮টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এসময় শেখ হাসিনাকে সৌদি সেনাবাহিনীর একটি বিশেষ সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সৌদি সফরকালে থাকবেন জেদ্দার রয়্যাল কনফারেন্স প্যালেসে।
শুক্রবার রাতেই পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী।
পরদিন শনিবার বিকেলে তিনি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর রবিবার জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহর আল সালাম প্রাসাদে যাবেন শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ।
মঙ্গলবার সৌদি সময় সকাল সাড়ে ১০টায় মদীনার প্রিন্স মোহাম্মাদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন