চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার শীতল ঝর্ণা এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত ১০টার দিকে এলাকার একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ লাইশজোনের সহকারি কমিশনার আসিফ মাহমুদ বিষয়টি জানিয়েছেন।
আটক হওয়া নীলার (৩০) স্বামী শাহ আজম এলাকায় ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত। তবে অপর আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
আসিফ মাহমুদ জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির ৪২ লাখ টাকা উদ্ধার করে বায়েজীদ বোস্তামী থানা পুলিশ। শাহ আজমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৬/শরীফ