রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিস্ক ক্লাব বিএফডিএফ চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এ প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ আজম শান্তনু ও বিএফডিএফ’র সভাপতি নাফিউল হক জিসান প্রমুখ।
পরে বেলা ১১টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ১ম, ২য় ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। আগামীকাল ৪ জুন প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক কাজী নজরুল ইসলাম মিলানয়তনে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ঢাবি, রাবি ও জাবিসহ দেশের ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব