বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত বিএফইউজের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নগরীর কামারুজ্জামান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আগামী এক মাসের মধ্যে সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বিএফইউজে'র নেতৃবৃন্দ। একই সঙ্গে সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন তারা।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব