চট্টগ্রাম মহানগরে পৃথক অভিযানে ৩৮ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বায়েজিদ এলাকায় শীতল ঝর্ণা ও সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলম (৩৫), হামিদা বেগম (৩০) ও সেলিমা আক্তার (২০)। এছাড়া শুক্রবার সকালে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তাদের কাছ থেকে ‘ইয়াবা বিক্রির’ ৪২ লাখ টাকা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মমতাজ বেগমকে বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে আটক করা হয়। তার ভ্যানটি ব্যাগের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকোনো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দাযের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৬/মাহবুব