হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে আটটি স্বর্ণের বার (৮০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা।
ঢাকা কাস্টমস'র সহকারী কমিশনার রেজাউল করিম জানান, শনিবার (০৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী কুমিল্লার মো. কামালের কাছ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সংস্থা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ