রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ। আজ সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান একথা জানান। আটককৃতদের নামে মতিঝিল থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতার হওয়া চার ডাকাত হলেন মো. হিরা, মো. কাঞ্চন, আলী হোসেন ও রফিকুল ইসলাম। এসময় তাদের কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ডিএমপি পুলিশের পোশাক, ৩ জোড়া হ্যান্ডকাপ, লাঠি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
মাসুদুর রহমান আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/৪ জুন ২০১৬/শরীফ