রাজধানীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় স্কুলছাত্রসহ দু'জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গেণ্ডারিয়া এলাকার রতন খানের ছেলে নবীন খান (২৬) ও মিরপুর ১২ নম্বর সেক্টর এলাকার আবুল কালামের ছেলে মৃদুল হাসান (১২)। নবীন খান কদমতলীর মুরাদপুর এলাকায় মদিনা ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন।
গেণ্ডারিয়া ডিআইটি প্লটে শনিবার সকাল সোয়া ৮টা ও মিরপুর ১২ নম্বর সেক্টর এলাকায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মদিনা ইলেকট্রনিক্সের মালিক বাবুল হোসেন জানান, সকালে নবীন গেণ্ডারিয়া ডিআইটি প্লটে রশীদ মেম্বারের বাড়িতে মোটর লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মৃদুলের বাবা আবুল কালাম জানান, তিনি নিজেই ইলেকট্রিক মিস্ত্রী। তার বাসায় অনেক যন্ত্রপাতি রয়েছে। শুক্রবার রাতে ওই জিনিসপত্র নিয়ে তার ছেলে খেলা করছিল। একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। মৃদুল মিরপুরের বিজিএম উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে
বিডি-প্রতিদিন/এস আহমেদ