বন্ড সুবিধা নিয়ে আমদানী করা কাপড় খোলা বাজারে বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- মো. ইয়াছিন, ফারুক এবং মো. রাশেদ। অভিযানে ৫০ লাখ টাকা সমমূল্যের ১১৮ রোল কাপড় এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শনিবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন রুবি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, চৌধুরী অ্যাপারেলস নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ড সুবিধায় আমদানি করা কাপড় খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানটি আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১১৮ রোল কাপড় জব্দ করা হয়। জব্দ করা কাপড়ের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা হবে।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন