সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড শর্টগানের গুলিসহ আবদুস সবুর নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয় বলে জানান ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার।
আটককৃত আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।
খায়রুল বাশার জানান, যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ নং ফ্লাইটে গতকাল শনিবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন আবদুস সবুর। পরে তার লাগেজ স্ক্যানিং করার সময় গুলির বিষয়টি ধরা পড়ে। এসময় লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড শর্টগানের গুলি পাওয়া যায়। গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে না পারায় আবদুস সবুরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আবদুস সবুরকে শুল্ক গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৬/মাহবুব