বরিশাল নগরীর অনামী লেনে বিদ্যুৎস্পৃষ্টে মো. দুলাল (২৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এসময় বাড়ি মালিক খোকন মিয়া এবং আরেক দিনমজুর ননী আহত হন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনায় ঘটে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবেদ রেজা জানান, অনামী লেনের আকবর ম্যানসন থেকে একটি কাঠের শোকেজ নীচে নামাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় গেটের সাথে থাকা বৈদ্যুতিক ক্যাবলে স্পর্শ হলে বিদ্যুৎস্পষ্ট হয় দুলাল। তাকে বাঁচাতে গেলে খোকন মিয়া ও ননী আহত হয়।
তিনি আরও বলেন, হতাহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করে। অপর দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৬/মাহবুব