রাজধানীর মতিঝিল নটেরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।
শনিবার সোয়া ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মতিঝিল থানার এআই মিজানুর রহমান।
এসআই জানান, কি কারণে মারা গেছেন তা ঠিক বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে। বাইসাইকেলে যাওয়ার পথে কোনো পরিবহনের ধাক্কায় তিনি পড়ে গিয়ে র্যালিংয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৬/মাহবুব