দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, আপনাদের কাছে দেশবাসী মাফ চায়। আপনারা সময় থাকতে ক্ষমতা ছেড়ে দেন। না হলে এর পরিণাম ভয়াবহ হবে।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাহ মোয়াজ্জেম বলেন, বিএনপি অল্প কিছুদিনের মধ্যেই সংগঠিত হবে। দলের সম্মেলন হয়ে গেছে। এখন সারাদেশে কমিটি দেওয়া বাকি। আমরা অপেক্ষা করছি, ভালো লোকজন কমিটিতে বসাবো। সারাদেশে কমিটি গঠন হলেই আমরা রাজপথে আন্দোলন করতে পারবো।
আলোচনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, প্রফেসর ড. মোহাম্মাদ শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, জিয়া পরিষদের নেতা মোস্তফা কামাল পাশা, নাজির আহমেদ নাজির, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ প্রমুখ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন