রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত (২৬) পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৪৮ নম্বর নির্মাণাধীন বাড়ি থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার এসআই হেদায়েত হোসেন তথ্যটি নিশ্চত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নির্মাণাধীন ওই ভবনের ৪ তলা থেকে রক্তাত্ব অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।’
নিহত যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন ১৬/ সালাহ উদ্দীন