জঙ্গি দমনে যেসব পুলিশ কর্মকর্তারা কাজ করছেন, তাদের মানসিকভাবে দুর্বল করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তার একজন সৎ নিষ্ঠাবান কর্মকর্তা। জঙ্গি দমনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মানসিকভাবে দুর্বল করতে জঙ্গিরা পরিকল্পিতভাবে তার স্ত্রীকে হত্যা করেছে।
যেসব কর্মকর্তা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে কাজ করছেন। তাদের পরিবারকে সুরক্ষার দেওয়া হবে বলেও আশ্বাস দেন আসাদুজ্জামান খাঁন কামাল।
বিডি-প্রতিদিন/ ০৫ জুন ১৬/ সালাহ উদ্দীন