রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাল টাকা তৈরি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান। তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২ লাখ জাল টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানান এসি হাফিজুর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ