উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল খানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বংশালের সিদ্দিক বাজার নিবাসী রিশার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের এ কথা বলেন। এসময় জাকির বলেন, 'রিশা আমাদের বোন। তাকে যে ন্যাক্কারজনক ভাবে হত্যা করা হয়েছে এর বিচার আমরা চাই। যথাযথ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে খুনি ওয়াদুলের ফাঁসি চাই আমরা।'
তিনি আরও বলেন, 'একসময় দেশে এসিড সন্ত্রাস ছিল। কিন্তু সামাজিকভাবে সেই এসিড সন্ত্রাস আমরা প্রতিহত করেছি। এখন বখাটেরা নতুন উপায়ে ইভটিজিং শুরু করেছে। এই বখাটেদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।'
এসময় নিজের মেয়ের খুনের কথা বণর্না করে কান্নায় ভেঙ্গে পরেন রিশার বাবা মোহাম্মদ রমজান। রিশার খুনিকে ধরতে সহায়তার জন্য জনগন ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মেয়ে হত্যার বিচার চান রমজান।
এদিকে রিশার মা বলেন, 'মৃত্যুর আগে রিশা তার হত্যাকারীকে শনাক্ত করে দিয়েছিল। এরপর পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে। এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যেন খুনি ওবায়দুলের বিচার করা হয়। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে যেন দৃষ্টান্ত স্থাপন করা হয়। আর কোন পরিবার থেকে যেন রিশার মত কোন মেয়ে হারিয়ে না যায়।'
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক রেজা আকাশ, পিয়াল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে সভাপতি বায়জিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, সুমাইয়া আক্তার রিশা (১৪) গত ২৪ আগস্ট পরীক্ষা দিয়ে ফেরার পথে স্কুলের সামনের ফুট ওভারব্রিজে ওবায়দুলের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৯