রাজধানীতে ইমন হোসেন (২২) নামে এক ভুয়া চিকিৎসককে অ্যাপ্রোন পরা অবস্থায় আটক করেছে পুলিশ। রবিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইমন ধানমন্ডি শেখ জামাল ক্লাবের পাশে থাকেন এবং ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালের ক্লিনার হিসেবে কাজ করেন।
'ডা. শাহরিয়া নাফিস' নামে একটি নেমপ্লেটযুক্ত অ্যাপ্রোন ইমনের পরনে ছিলো। হাতে ছিলো বিপি মেশিন ও গলায় ঝুলনো স্টেথোস্কোপ মেশিন। ইমন তার বন্ধু সুমনের সঙ্গে এক মেয়ের সঙ্গে দেখা করতে এসে এই বেশ ধারণ করেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঢামেকের নার্সিং ইনস্টিটিউটের সামনে অ্যাপ্রোন পরা অবস্থায় সন্দেহজনক চলাফেরা করার সময় ইমন নিজেকে ডা. শাহরিয়ার নাফিস নামে পরিচয় দেন। তিনি নিজেকে ঢাকা মেডিকেলের 'কে-৭২' ব্যাচের ছাত্র দাবি করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়রা খোঁজখবর নিয়ে তাকে ভুয়া ডাক্তার হিসেবে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ইমন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা জানা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ