চট্টগ্রামে আগুন আতঙ্কে পাঁচ তলা ভবন থেকে পানির পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে জান্নাতুল নাহার নামে এক শিশুর। রবিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, পাঁচতলা ভবনটির একটি ফ্লাটে গৃহকর্মীর কাজ করতো জান্নাতুন নাহার। আগুন দেখে আতঙ্কগ্রস্থ হয়ে ভবনের পানির পাইপ বেয়ে নামতে চেয়েছিল সে। কিন্তু তার আগেই পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একুশে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ