চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. ফরিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার রাতে ডবলমুরিং থানাধীন রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ আফরোজ