রাজধানীর বাড্ডায় বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে দশটায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বাসের ধাক্কায় মারা যাওয়া বৃদ্ধের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের ছেলে নাসির উদ্দীন জানান, বাড্ডার লিংক রোডে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। সেখান থেকে রাস্তা পার হয়ে বাড়িতে ফেরার সময় হিমাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে রাত পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ