চট্টগ্রাম নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে শুভ সরদার সাগর (৩০) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আকবর শাহ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শরীফুল।
তিনি বলেন, রবিবার দিবাগত রাত ১১টার দিকে কে বা কারা শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর বাসায় ফেরেনি শুভ। সকালে বাড়ির পাশে শুভর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব