কুমিল্লায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি আমদানিকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ১৯তম শো রুম। শহরের কান্দিরপাড়ের আর্টিসান নাসির সেন্টারের ৫ম তলায় এই শাখার উদ্বোধন করেন ফরহাদ উল্লাহ (চেয়ারম্যান, বিসিএস কুমিল্লা) এবং নজরুল আমিন (সত্ত্বাধিকার, আইটি প্যালেস কুমিল্লা)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জিএম সমীর কুমার দাশ ও কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম, এজিএম, ম্যানেজারসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের উদ্দেশ্যে আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ