বরিশালে ডাকাতের প্রস্তুতিকালে পুলিশের গুলিতে জুয়েল নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তাকেসহ আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, গুলিবিদ্ধ ও আটককৃত দুইজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন এলাকার সাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল রফিকুল ইসলাম বাবুলের সাপানিয়ার বাড়িতে রবিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়ি ঘেরাও করে। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। তখন জুয়েল নামে একজনের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। অসীম নামে আরও একজন আটক হয়। আহত জুয়েলকে পুলিশ প্রহরায় শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জুয়েল বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের এবং অসীম ঝালকাঠীর বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুই জনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন এসআই দোলোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব