বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে পৃথক তিনটি বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপি। এখানে জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীনসহ অন্যান্যরা।
প্রায় একই সময়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের গেটে উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ।
এর আধা ঘণ্টা পর সোমবার বেলা ১১টার দিকে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবশে করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়াসহ অন্যান্যরা।
এদিকে, বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর অশ্বিনী কুমার হল ও আশপাশের এলাকায় সতর্কাবস্থায় ছিল পুলিশ।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব