গাজীপুরে টঙ্গীর বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস টঙ্গী জোনের উদ্যোগে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস টঙ্গী জোনের ম্যানেজার প্রকৌশলী অজিত চন্দ্রের নেতৃত্বে সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানকালে উপ-ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মেজবাহ উর রহমান, আবদুর রাজ্জাক, সহ-ব্যবস্থাপক নজরুল ইসলাম, শাহ এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাস টঙ্গী জোনের ম্যানেজার অজিত চন্দ্র দেব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি আমরা টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচহাজর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজকের অভিযান তারই ধারাবাহিকতা। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ