সিলেটে প্রেমিকের ছুরিকাঘাতে সিলেট সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী। সে বিশ্বনাথের আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। তারা নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান, বিকেল ৫টার দিকে এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হলে খাদিজাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে তার প্রেমিক বদরুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ২য় বর্ষের শিক্ষার্থী। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ওসি জানান, বদরুলের সাথে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদির ধরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদরুল এ কান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বদরুলকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন