দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার চসিকের এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে চসিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
চসিক সূত্রে আরো জানা গেছে, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমান দুদকের দায়ের করা মামলায় রবিবার গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। বাংলাদেশ স্থানীয় সরকার পরিষদ কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধিমালা ১৯৬৮ সালের ৩ (গ) ধারা মোতাবেক অসদাচরণের অপরাধের অভিযোগে উক্ত আইনের ৯ ধারা মোতাবেক সোমবার (চসিক স্মারক নং-০৫.০০.০০০০.২০১৬-১২৭৬) অফিস আদেশ মূলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গ্রেফতারের পর আদালতে হাজির করানোর পর সাইফুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৯ সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। সকল তথ্য প্রমানের ভিত্তিতে চলতি বছরের ১৩ জুলাই দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়।
১৭ জুলাই হামিদুল হাসান বাদি হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন