আশুলিয়ার বিশমাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে ঢাকা (উত্তর) গোয়ান্দা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে চাপাতি, রামদা ও ছুরি উদ্ধার করা হয়। গতকাল রাতে তাদের বিশমাইল এলাকা থেকে আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা (উত্তর) গোয়ান্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের চিহ্নিত সন্ত্রাসী বিশুকে জামগড়া থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে মামুন, সেলিম ও দুলাল নামে আরও তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা আশুলিয়ার বেশ কয়েকটি চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাই এবং পকেটমারসহ নানা অপারাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় এর আগে ৩টি ডাকাতি মামলা রয়েছে। এই ঘটনায় আশুলিয়ার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও গোয়েন্দা পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল/ আফরোজ