রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক কেএম শহীদ এ রায় দেন। মামলার রায়ে অপর ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালে যৌতুকের দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়া এলাকায় স্ত্রী শারমিন আকতার লিপিকে হত্যার পর ঘরের ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন রফিকুল ইসলাম। এ ঘটনায় বাগমারা থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে ৫ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার ৫ আসামির মধ্যে স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও অন্যদের খালাস দেন আদালত। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইসমত আরা বেগম।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ আফরোজ