সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের (২৪) বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাদি হয়ে শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার একমাত্র আসামি বদরুল পুলিশ হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে সোমবার বদরুলের চাপাতির কোপে মারাত্মক জখম হন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। আহত নার্গিস বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম