সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতার হামলার স্বীকার খাদিজা আক্তার নার্গিসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক। আজ দুপুরে ঐ চিকিৎসক জানান, আহত ছাত্রীর সারা শরীরে কোপের দাগ। মাথার আঘাত গুরুতর। দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হবে।
সোমবার সন্ধ্যায় এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করেছিল বদরুল। এরপর প্রথমে নার্গিসকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে সোমবার রাতেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে তিনি চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল