চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করেছে একই রাজনৈতিক দলের অপরপক্ষের কর্মীরা। আহত মাহবুব শাহরিয়ার শাহীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন ঢাকা হোটেলের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের সমর্থকরা শাহীনের ওপর হামলা করে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের একপক্ষের ছেলেরা অপরপক্ষের নেতা শাহীনকে ছুরিকাঘাত করে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। ছাত্রলীগের দুই পক্ষ শাহ আমানত ও শাহ জালাল হলে অবস্থান নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ