রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাবিব (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত দিবাগত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাউসার আলী।
তিনি বলেন, ফুটওভার ব্রিজের ওপর দুই যুবক মারামারি করছিলো। এসময় অপর যুবক হাবিবকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তারা দুজনেই মাদকাসক্ত ছিল।
নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৬/মাহবুব