গাজীপুরের কালিয়াকৈরের একটি ডোবা থেকে নিখোঁজের ২ দিন পর সাজেদুল মন্ডল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকার রেললাইনের পাশের ওই ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
নিহত সাজেদুল মন্ডল দিনাজপুরের বাবলু মন্ডলের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় সপরিবারে ভাড়া থেকে বাবার সঙ্গে স্থানীয় টেইলার্সে কাজ করতেন। গত দুইদিন আগে টেইলার্স থেকে তার দুই-তিনজন বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
এসআই মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজেদুল মন্ডলকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৬/মাহবুব