বগুড়ায় বিজয়া দশমীর মধ্যে দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় দেয়া হয় মা দূর্গাকে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মা দূর্গাকে বিসর্জন দেন। এরই মাধ্যমে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎ্সব।
পাঁচদিনের সর্বজনীন মিলনমেলা ভাঙলো আজ। মঙ্গলবার দশমী উপলক্ষ্যে পূজা আরম্ভ হয় সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপন ও দর্পন বিসর্জন হয় সকাল ৯ টা ৪৯ মিনিটে। পরে বিকালে শোভাযাত্রাসহ দেবী দুর্গা ও অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেওয়া হয়।
বেলা ১টা থেকে বিভিন্ন মন্ডবে প্রতিমার পায়ে সিদুঁর দেয়া হয় এবং সিদুঁর খেলায় মেতে উঠে মেয়েরা। সিদুুঁর খেলা শেষে বেলা ৩টা থেকেই বগুড়া শহর ও শহরতলীর বিভিন্ন পূজা মন্ডব থেকে দূর্গা প্রতিমাকে ট্রাকে তুলে শোভাযাত্রা বের করা হয়।
শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৫টায় করতোয়া নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জন দেখতে করতোয়া নদীর বিভিন্ন ঘাটে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা ভিড় করে ।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল