ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানী পিছিয়ে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শামসুন্নাহার নতুন এ দিন ধার্য করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়। পরে ঘটনার তদন্ত করে চলতি বছরের ২২ জুন বিএনপি নেতা এম এ কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী। মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ