রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ক্রীড়া প্রতিবেদক সাইফ হাসনাত। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা সাইফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে যান।
সাইফ বর্তমানে হাসপাতালটির ৪১১ নম্বর কেবিনে ভর্তি আছেন। তিনি দৈনিক যুগান্তরে ফিচার বিভাগে কাজ করতেন। পাক্ষিক অনন্যায় ক্রীড়া প্রতিবেদক ছিলেন। এছাড়া অনলাইন গণমাধ্যম পরিবর্তন ডটকম এবং দৈনিক মানবকণ্ঠের ক্রীড়া বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৬/হিমেল