ঢাকার অদূরে সাভার আশুলিয়ার জামগড়া এলাকায় ময়না (১২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা।
ময়না ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মাইঝাল গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে।
এসআই মোরশেদ আলী মোল্লা বলেন, দুপুর থেকেই বাসার কক্ষটি বন্ধ করে ভেতরে অবস্থান করছিলো ময়না। রাতে সে দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব