ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৪০ ক্যান বিয়ারসহ মো. তুহিন (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দিবাগত রাতে ওই এলাকার শুভাঢ্যা পূর্ব পাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিবি পুলিশের পরিদর্শক ভজেন্দ্রনাথ ভদ্র।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শুভাঢ্যা পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে বিয়ারসহ তুহিনকে আটক করা হয়। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাস বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/মাহবুব