ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পরীক্ষায় অংশ নেওয়া ৮ হাজার ৪২১ জন পরীক্ষায় মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৮ জন। পাশের হার ২.৪৭ শতাংশ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এক ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইট থেকে জানা যাবে। এছাড়া, যেকোন মোবাইল ফোন থেকে DU CHA লিখে roll no টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোববের মধ্যে বিষয় পছন্দক্রম ফরমপূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে কোটার ফরম ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২০ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৭ অক্টোবরের (শুক্রবার) মধ্যে ডিন অফিসে আবেদন করা যাবে। যা আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/মাহবুব