ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাবেয়া কুলসুম পিংকির (২৬) লাশ রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রাবেয়া কুলসুমের ভাই গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
থানা সূত্রে খবর, রাবেয়া কুলসুম পিংকির গলায় ফাঁসির দাগ এবং হাতে ব্লেডের কাটা দাগ আছে। তবে এটি আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ