সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনের মুখে ভর্তি ফরমের মূল্য কমাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের চতুর্থ দিনে আজ সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। সভা শুরুর সাথে সাথেই উপাচার্য ভবনের সামনে অবস্থান করে ‘ভর্তি ফরমের বর্ধিত মূল্য বিরোধী শিক্ষামঞ্চ’।
আজ দুপুর ১টায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্ধিত মূল্য প্রত্যাহার করে ‘এ’ এবং ‘বি১’ ইউনিটে ১০০০ টাকা থেকে ৮০০টাকা, ‘বি২’ ইউনিটে ১২০০টাকার পরিবর্তে ৯০০টাকা করা হয়েছে। এছাড়া যারা ইতোমধ্যে ভর্তি আবেদন করেছেন তাদেরকে বর্ধিত মূল্য ফেরত দেয়া হবে।
‘ভর্তি ফরমের বর্ধিত মূল্য বিরোধী শিক্ষামঞ্চ’ এর মুখপাত্র সারোয়ার তুষার জানান, এটি সাধারণ শিক্ষার্থীদের নৈতিক বিজয়। ভবিষ্যতে এরকম কোন অনৈতিক অর্থের বোঝা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিলে আরও তীব্র আন্দোলন করা হবে।
এদিকে, ভর্তি ফরমের মূল্য কমানোর ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ