রাজশাহীতে মাদক মামলায় মিঠুন আলী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত মিঠুন আলী (২২) পুঠিয়া উপজেলার আসির আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ নভেম্বর ৭০ গ্রাম হেরোইনসহ মিঠুন আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ। পরে সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম