আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিল উপলক্ষে ২১ অক্টোবর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে। সেই সঙ্গে কাউন্সিলে কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রও।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ/এনায়েত করিম