ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লাড কোস্টগার্ড পূর্ব জোন পরিদর্শনে করেছেন। এ সময় তার সাথে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শহীদুল ইসলাম, বিসিজিএম, বিসিজিএমএস, পিএসসি, বিএন সৌজন্য সক্ষাৎ করেন।
আজ বুধবার সকাল ৯টায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত কোস্টগার্ড পূর্ব জোনের সদর দফতরে যান ব্রিটিশ পরিদর্শক দল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ ডিএ লে. কর্নেল ডোমিনিক। জোনাল কমাণ্ডার তাদেরকে বাংলদেশ কোস্টগার্ডের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড, জাহাজ ঘাঁটি এবং সমুদ্র সীমানা সম্পর্কে ধারণা দেন।
ব্রিটিশ হাই কমিশনার এবং তার সফরসঙ্গীরা চট্টগ্রাম কোস্টগার্ড বেইস পরিদর্শন শেষে কোস্টগার্ড পূর্ব জোনের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাদের কর্মোদ্দম ও কর্মপরিকল্পনা জেনে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্রিটিশ হাই কমিশনার।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ